বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অস্তিত্বকে যারা একসময় স্বীকার করেনি, তারাই বর্তমানে সবচেয়ে বেশি অস্থিরতা ও ষড়যন্ত্রে লিপ্ত—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। কারণ বিএনপি এখন কিছু মহলের কাছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠেছে। তিনি দাবি করেন, যারা অতীতে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেয়নি, তারাই এখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা। বাংলাদেশ কি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগোবে, নাকি উগ্রবাদী ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে চলে যাবে—সে সিদ্ধান্ত জনগণই নেবে।
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণের ঐক্য ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





