সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান উপদেষ্টার ধারণকৃত এই ভাষণটি সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের সব ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে একযোগে সম্প্রচার করা হবে। একই সঙ্গে সব গণমাধ্যমকে ভাষণটি প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভাষণে প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান সংস্কার কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।





