ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে বাড়ল ৪ হাজার ১৯৯ টাকা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৫২ পূর্বাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা এসেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো দুই লাখ ৩৮ হাজার টাকা ছাড়িয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি সোনায় সর্বোচ্চ চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: দেশে আবারও বাড়লো সোনার দাম, নতুন দাম আজ থেকে কার্যকর

বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক স্বর্ণমূল্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৬৭০ ডলার ছাড়িয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—

আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

* ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা

* ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

* ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা

* সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা

একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে।

* ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ২৪০ টাকা

* ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা

* ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা

* সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতা ও বিনিয়োগকারীদের স্বর্ণমুখী প্রবণতার কারণে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।