সোশ্যাল মিডিয়া ফলোয়ার দেখে কাস্টিংয়ের বিরোধী স্বস্তিকা মুখার্জি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিজের অভিনয়দক্ষতা দিয়ে বরাবরই আলোচনায় থাকতে ভালোবাসেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। শক্তিশালী অভিনয়ের পাশাপাশি বাস্তববাদী ও স্পষ্টভাষী হিসেবেও তিনি পরিচিত। এবার নতুন একটি কাজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইন্ডাস্ট্রির অন্ধকার দিক এবং নিজের দীর্ঘ ক্যারিয়ারের কিছু আক্ষেপ নিয়ে অকপটে কথা বলেছেন এই অভিনেত্রী।

স্বস্তিকার মতে, অভিনয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দক্ষতা। জনপ্রিয়তা, ফলোয়ার সংখ্যা বা অন্য কোনো সমীকরণ সেখানে প্রয়োজন হওয়ার কথা নয়। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে কাজ করলেও বর্তমান প্রজেক্টটি তার কাছে বিশেষ—এমনটাই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ক্রাচে ভর দিয়ে হাঁটছেন হৃতিক রোশান, উদ্বিগ্ন ভক্তরা

অভিনেত্রী বলেন, দুঃখজনক হলেও সত্যি, আমার এত বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রের জন্য কেউ আমাকে কখনও ভাবেননি। আমি যে কথার কথা বলি না, তা হয়তো এতদিনে সবাই বুঝে গিয়েছেন।

বর্তমান সময়ের কাস্টিং ট্রেন্ড নিয়েও কড়া সমালোচনা করেন স্বস্তিকা। তার অভিযোগ, এখন অভিনয় দক্ষতার চেয়ে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার আছে, সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রবণতার ঘোর বিরোধী তিনি।

আরও পড়ুন: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বুবলী!

স্বস্তিকা জানান, নতুন কাজটিতে রাজি হওয়ার আগে পরিচালক অভিরূপকে একটি স্পষ্ট শর্ত দিয়েছিলেন। অভিনেত্রীর ভাষায়, আমি বলেছিলাম, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয়, তবে আমি এই কাজটা করব না।

স্বস্তিকার এই মন্তব্য নতুন করে টলিউডে কাস্টিং সংস্কৃতি ও শিল্পীদের মূল্যায়ন নিয়ে আলোচনা শুরু করেছে। অনেকেই মনে করছেন, তার এই বক্তব্য ইন্ডাস্ট্রির বাস্তব চিত্রই তুলে ধরেছে।