কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৪৯ জন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪২ জন পুরুষ এবং ৭ জন নারী ও শিশু রয়েছেন। তারা সবাই কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই একটি পাগলা কুকুর শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে এবং সামনে যাকে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে। একের পর এক মানুষ কুকুরের কামড়ে আহত হলে পুরো পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: যশোর কারাগার থেকে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মাহফিজুল জানান, কুকুরের কামড়ে আহত ৪৯ জনকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে।
এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরের স্টেশন চৌমুহনী এলাকায় স্থানীয় লোকজন একত্র হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।





