প্রায় ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে ইসি

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪৪ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য প্রায় চার হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার নির্দেশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে

ইসি কর্মকর্তারা জানান, সরকার অনুমোদিত সব গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিক ও সংশ্লিষ্ট স্টাফদের জন্য সাংবাদিক পরিচয়পত্র এবং যানবাহনের জন্য স্টিকার প্রদান করা হবে। এ লক্ষ্যে গণমাধ্যমগুলোকে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকা অনুযায়ী, টেলিভিশনভিত্তিক অনলাইন পোর্টাল রয়েছে ১৮টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১২৯টি, আঞ্চলিক অনলাইন মিডিয়া ৬১টি এবং স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টাল রয়েছে ২৬৩টি।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে দুদকের তলব, তদন্ত জোরদারের দাবি

এছাড়া মুদ্রিত সংবাদপত্রের মধ্যে রয়েছে দৈনিক ১ হাজার ৩৯৭টি, অর্ধসাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১ হাজার ২৩১টি, পাক্ষিক ২১৫টি, মাসিক ৪৫১টি, দ্বিমাসিক ৯টি, ত্রৈমাসিক ৩৭টি, চতুর্মাসিক ১টি, ষান্মাসিক ২টি এবং বার্ষিক ২টি। সব মিলিয়ে সংবাদপত্রের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৭টি।

এর মধ্যে রাজধানী ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা রয়েছে ১ হাজার ৪২২টি এবং ঢাকার বাইরে প্রকাশিত পত্রিকার সংখ্যা ১ হাজার ৯৩৫টি।

সব মিলিয়ে গণভোট ও সংসদ নির্বাচন কাভারেজের জন্য ৩ হাজার ৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস প্রদান করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।