দুর্নীতির অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে দুদকের তলব, তদন্ত জোরদারের দাবি
দুর্নীতির অভিযোগের শুনানির জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে এজাজকে ডেকে পাঠানোর এ উদ্যোগকে দুর্নীতিবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দুদকের এই পদক্ষেপের পর বিভিন্ন মহলে আরও বিস্তৃত তদন্তের দাবি উঠেছে। অভিযোগকারীদের মতে, ডিএনসিসিতে সংঘটিত কথিত অনিয়ম ও দুর্নীতির সঙ্গে প্রশাসকের পাশাপাশি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন।
আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা
বিশেষ করে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনের ভূমিকা নিয়েও তদন্তের দাবি উঠেছে। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ডিএনসিসিতে কর্মরত রয়েছেন। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, প্রশাসনিক সিদ্ধান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়ায় তাঁর সংশ্লিষ্টতা তদন্তের আওতায় আনা জরুরি।
তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: স্ত্রী-সন্তানের মৃত্যুর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম





