মঙ্গলবার গাজীপুরে আসছেন তারেক রহমান
গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনসভাকে ঘিরে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা আড়াইটায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের জনসভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এর মধ্যেই তিনি গাজীপুরে এসে সন্ধ্যা ৬টায় রাজবাড়ি মাঠের জনসভায় বক্তব্য রাখবেন।
আরও পড়ুন: নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে বন্দুক ও গুলি উদ্ধার
এর আগে জনসভা সফল করতে রোববার (২৫ জানুয়ারি) জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দুই দফা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা বিএনপির এবং বিকেলে মহানগর বিএনপির পৃথক প্রস্তুতি সভা টঙ্গী কলেজ গেট এলাকায়, চেয়ারম্যান বাড়ি রোডে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি মো. সালাহউদ্দিন সরকারের বাসভবনের সামনের মাঠে অনুষ্ঠিত হয়।
সকালে অনুষ্ঠিত জেলা বিএনপির প্রস্তুতি সভায় জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নরসিংদীতে চাঁদা না দেওয়ায় সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলা, নির্বিকার পুলিশ
বিকেলে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়্যেদুল আলম বাবুল। তিনি বলেন, “গাজীপুর সব সময় গণতন্ত্রের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। এই জনসভা হবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি মাইলফলক। তারেক রহমানের নেতৃত্বে জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধারে প্রস্তুত।”
সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. সহিদউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, মাহবুবুল আলম শুক্কুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আলহাজ্ব মো. হাসান উদ্দিন সরকার বলেন, “দেশের যে কোনো ক্রান্তিলগ্নে গাজীপুরের মানুষের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এবারও জাতীয় নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনই ধানের শীষের পক্ষে উপহার দেবে গাজীপুরবাসী।”
নেতারা জানান, জনসভাকে ঘিরে গাজীপুর মহানগরজুড়ে ব্যাপক গণসংযোগ, মিছিল ও প্রস্তুতি কার্যক্রম চলছে। ঐতিহাসিক রাজবাড়ি মাঠে লাখো মানুষের সমাগম হবে বলে তারা আশা প্রকাশ করেন। সভাশেষে নেতৃবৃন্দ সন্ধ্যায় জনসভার মাঠ প্রস্তুতি পরিদর্শন করেন।





