নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে বন্দুক ও গুলি উদ্ধার
নরসিংদী রায়পুরার চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, ১২ ফেব্রুয়ারি বিপ্লব হবে ব্যালটের
এ সময় পরিত্যক্ত অবস্থায় ২টি একনলা বন্দুক ও ২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
ওসি (তদন্ত) জানান, সোমবার সকালে উপজেলার দূর্গম চরাঞ্চল মির্জারচর ও চাঁনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মির্জারচর ইউনিয়নের মির্জারচর গ্রামের কবরস্থানের পাশে একটি বস্তায় প্যাচানো অবস্থায় ১টি একনলা বন্দুক ও ২টি শর্টগানের গুলি উদ্ধার করা হয়। অপরদিকে একই দিনে চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর বাজারের পাশে বস্তায় প্যাচানো অবস্থায় আরও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা, পরিবারের অভিযোগ নিযাতনের
তিনি আরও জানান, যৌথবাহিনীর অভিযানের সংবাদের টের পেয়ে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় গা ঢাকা দেওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে রায়পুরা উপজেলা আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দীক এর নেতৃত্বে সেনাবাহিনী, সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর ও র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম অংশ নেন।





