আখাউড়ায় র্যাবের অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ গ্রেফতার ১
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯-এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৭২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ ১ জন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ।
র্যাব জানায়, ২৫ জানুয়ারি (রবিবার) সকালে র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি আভিযানিক দল জেলার আখাউড়া উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টহল দায়িত্ব পালনকালে গোপন সূত্রে জানতে পারে যে, ধরখার ইউনিয়নের বনগঞ্জ এলাকা হয়ে ব্রাহ্মণবাড়িয়া–কুমিল্লা সড়ক দিয়ে একটি পিকআপে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাচার করা হচ্ছে।
আরও পড়ুন: ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, ১২ ফেব্রুয়ারি বিপ্লব হবে ব্যালটের
এই তথ্যের ভিত্তিতে তিতাস সেতুর দক্ষিণ পাশে সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র্যাব। সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে হলুদ ও নীল রঙের সন্দেহভাজন পিকআপটি এলে র্যাব গাড়ি থামানোর সংকেত দেয়। এ সময় পিকআপে থাকা এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তিনি গাড়ির ভেতরে ভারতীয় শাড়ি ও থ্রি-পিস থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে ভেতরে থাকা ৩৮টি খাকি রঙের পাটের বস্তা থেকে ১,৯০৬ পিস ভারতীয় শাড়ি ও ২৫০ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ টাকা।
আরও পড়ুন: নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা, পরিবারের অভিযোগ নিযাতনের
আটক ব্যক্তির নাম মো. শাকিব মিয়া (২৪), পিতা: সুরুজ মিয়া, গ্রাম: বায়েক, উপজেলা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সন্ত্রাস, মাদক ও চোরাচালানবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।





