শেহবাজ–নাকভি বৈঠক
পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণের সিদ্ধান্ত আসছে শুক্র বা সোমবার
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা আগামী সপ্তাহের সোমবার নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের পর বিশ্ব ক্রিকেট অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। এর মধ্যেই একদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করলেও পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত অবস্থান প্রকাশ থেকে বিরত ছিলেন নাকভি। তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই আসবে।
আরও পড়ুন: রিটার্ন টিকিট ছাড়াই অস্ট্রেলিয়া যাওয়ার গুঞ্জন, ক্ষুব্ধ বিসিবি সভাপতি
এ সিদ্ধান্তের অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ইসলামাবাদে শুরু হয় বৈঠকটি।
বৈঠক শেষে এক্সে দেওয়া পোস্টে নাকভি লেখেন, “আমি প্রধানমন্ত্রীকে আইসিসি-সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিতভাবে অবহিত করেছি। প্রধানমন্ত্রী সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে।”
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান
এর আগেও ইসলামাবাদে এক বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বিস্তারিতভাবে ব্রিফ করেন নাকভি। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচগুলো অন্য কোনো দেশে—বিশেষ করে শ্রীলঙ্কায়—আয়োজনের অনুরোধ জানানো হয় আইসিসির কাছে। তবে আইসিসি নিরাপত্তা ঝুঁকি না পাওয়ায় সেই প্রস্তাব নাকচ করে এবং সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানায়। শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকলে বিশ্বকাপ থেকে বাদ পড়ে এবং তাদের স্থানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনায় রেখেছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের নির্দেশনার ওপর নির্ভর করছে।





