ধানের শীষে ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৫৯ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত শ্বশুরবাড়ি থেকে তিনি এই নির্বাচনি প্রচার শুরু করেন।

প্রচার শুরু উপলক্ষে সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম

এ সময় তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। এখন আমাদেরকে ধানের শীষ জয়যুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, বহুদিন পর, বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জোবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ আপনাদের মেয়ে যখন এখানে এসেছে, তখন তার সম্মান আপনাদেরই রক্ষা করতে হবে। আপনাদের মেয়ের সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এই এলাকায় ধানের শীষ জয়যুক্ত হবে।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

প্রচারকালে উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন— বিরাইমপুর ও দক্ষিণ সুরমা এলাকা থেকে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করা সম্ভব হবে কি না। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার দৃঢ় আশ্বাস দেন।

বিএনপি নেতারা জানান, প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ায় সারাদেশে ধাপে ধাপে নির্বাচনি মাঠে সক্রিয় হচ্ছেন দলটির শীর্ষ নেতারা।