বাজিতপুরে পেট্রোল পাম্পে আগুন, ৪ জন দগ্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:১২ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরের দিকে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার একটি পেট্রোল পাম্পে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—মো. রাজিব (৩৫), মো. রিয়াদ (৪০), মো. হারুন (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০)।

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

দগ্ধদের ঢাকায় নিয়ে আসা শরীফ জানান, পেট্রোল পাম্পে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পাম্পের মালিক মো. রাজিবসহ সেখানে কর্মরত আরও তিনজন গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠানো হয়।

তিনি আরও জানান, মো. রাজিব পেট্রোল পাম্পটির মালিক এবং অন্য তিনজন সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন। দগ্ধ চারজনেরই বাড়ি বাজিতপুরের সরারচর এলাকায়।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, বাজিতপুর থেকে চারজন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মো. রাজিবের শরীরের প্রায় ৮০ শতাংশ, মো. রিয়াদের ৬০ শতাংশ, মো. হারুনের ১০ শতাংশ এবং মো. রহমত উল্লাহর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।