ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহকারীদের প্রতিহত করার আহ্বান আবদুল আউয়াল মিন্টুর
ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার প্রথম দিন শুরু করেছেন। বৃহস্পতিবার তিনি দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
প্রচারণাকালে আবদুল আউয়াল মিন্টু বলেন, “কিছু ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এসব অপতৎপরতা প্রতিহত করতে হবে।”
আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা
তিনি আরও বলেন, “ভোটারদের ব্যক্তিগত তথ্য কারো কাছে দেওয়া যাবে না। ভোটাধিকার রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। ধানের শীষ জনগণের আশা ও ভরসার প্রতীক।”
প্রথম দিনের প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে তিনি ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের মুন্সি বাড়ির দরজা, তালতলা, এতিমখানা বাজার, দুধমুখা বাজার, দেওয়ান শাহ মাজার জিয়ারত, মিদ্দার হাট ও বরইয়া বাজারে গণসংযোগ করেন। পরে করমূল্যাপুর হয়ে দাগনভূঞা ৬ নম্বর সদর ইউনিয়নের জাপরের জানাজা, ফাজিলের ঘাট বাজার, তালতলি বাজার, পুলারহাট বাজার, বাগড়ুরি বাজার, নতুন বাজার ও মকবুলের ট্যাক এলাকায় পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ
এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন আকবরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিনব্যাপী প্রচারণায় স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আবদুল আউয়াল মিন্টু দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন।





