শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার বিকেলে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় এসে মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিন, সেক্রেটারি আবদুল আউয়াল হামদু প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা একটি নির্বাচিত ছাত্র সংসদের অধিকার থেকে বঞ্চিত। শাকসু নির্বাচন স্থগিত রাখায় শিক্ষার্থীদের ন্যায্য প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা দ্রুত শাকসু নির্বাচন আয়োজনের ঘোষণা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ





