ভূমধ্যসাগরে নৌকাডুবি: প্রায় ৫০ অভিবাসনপ্রত্যাশী নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনায় প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ডুবে যাওয়া নৌকাটির একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি

মাল্টার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে। তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন, প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। পরে তিউনিশিয়ার দিকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তির বরাতে জানা যায়, নৌকাটিতে থাকা প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে তার ধারণা।

আরও পড়ুন: তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃত্যু

নৌকাটি উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে যাত্রা করেছিল। তবে উদ্ধার হওয়া ব্যক্তি কোন দেশের নাগরিক কিংবা নৌকাটিতে কোন কোন দেশের মানুষ ছিলেন—সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

উত্তর আফ্রিকার উপকূল থেকে ইউরোপে পৌঁছানোর আশায় এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে থাকেন। গত এক দশক ধরে এ ধরনের বিপজ্জনক যাত্রার সংখ্যা ক্রমেই বাড়ছে। এর ফলে প্রায়ই নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটছে।

২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরপথে অভিবাসনপ্রত্যাশীদের যাত্রার ওপর নজর রাখছে বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’। সংস্থাটির সর্বশেষ তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মোট ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত এই সাগরে ২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। আর গত বছর, অর্থাৎ ২০২৫ সালে, এ ধরনের ঘটনায় মোট এক হাজার ৮৭৩ জন নিহত বা নিখোঁজ হন।