যুদ্ধজাহাজের বিশাল বহর আসছে

ইরানে আগের চেয়েও বড় হামলার হুমকি ট্রাম্পের

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩৮ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আগেরবারের তুলনায় আরও বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প বলেন, ইরান যদি সম্ভাব্য হামলা এড়াতে চায়, তাহলে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

আরও পড়ুন: ইরানে হামলায় প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার হলে ‘শত্রু’ হিসেবে গণ্য হবে: ইরানের হুঁশিয়ারি

উল্লেখ্য, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সে সময় দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলছিল।

ওই হামলার চেয়েও বড় অভিযানের হুমকি দিয়ে ট্রাম্প তার পোস্টে লেখেন, “বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড শক্তি ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বহরটি দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। এর আগে ভেনেজুয়েলায় পাঠানো বাহিনীর তুলনায় এটি আরও বড়। বিশাল রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বে থাকা এই বহর যেকোনো সময় অভিযানে যেতে প্রস্তুত। প্রয়োজন হলে তারা অত্যন্ত দ্রুত এবং ভয়াবহ হামলা চালাতেও পিছপা হবে না।”

আরও পড়ুন: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত

ট্রাম্প আরও লেখেন, “আমি আশা করি, ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি সঠিক চুক্তিতে সম্মত হবে। স্পষ্ট কথা—কোনো পারমাণবিক অস্ত্র রাখা যাবে না। এই চুক্তি সবার জন্যই ভালো হবে। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে।”

তিনি আরও বলেন, “আমি ইরানকে আগেও সমাধানের পথে আসার আহ্বান জানিয়েছিলাম। তারা তা শোনেনি বলেই গত জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালিত হয়েছিল এবং এতে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। পরবর্তী হামলা হলে সেটি আরও মারাত্মক হবে। তাই আবারও এমন পরিস্থিতি ডেকে আনা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”