ইরানে হামলায় প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার হলে ‘শত্রু’ হিসেবে গণ্য হবে: ইরানের হুঁশিয়ারি
ইরান সতর্ক করে জানিয়েছে, দেশটির বিরুদ্ধে কোনো হামলায় যদি প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূখণ্ড, আকাশসীমা কিংবা জলসীমা ব্যবহার করা হয়, তবে সংশ্লিষ্ট দেশগুলোকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে বিবেচনা করা হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
আরও পড়ুন: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত
মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী বহর পৌঁছানোর পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার এ হুঁশিয়ারি দেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ ফার্স নিউজ এজেন্সিকে বলেন, প্রতিবেশী দেশগুলো আমাদের বন্ধু। তবে যদি তাদের মাটি, আকাশ কিংবা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয়, তাহলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে।”
আরও পড়ুন: ইরানে হামলায় কাউকে আকাশসীমা-ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব
যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ছে
এই সতর্কবার্তা এমন সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের দিকে আরও একটি মার্কিন ‘আর্মাডা’ বা বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে।
মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, আরেকটি সুন্দর আর্মাডা এখন ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি তারা একটি চুক্তিতে পৌঁছাবে।
উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা
সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়েছে।
ইরান বারবার জানিয়েছে, দেশটির ওপর কোনো ধরনের হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলা হয়েছে, যেন তারা তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহার করতে না দেয়।





