নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:০৬ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে তিনি গণমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেননি।

আরও পড়ুন: ঢাকা ও তিন জেলায় মাঠে নামছে ৩৮ প্লাটুন বিজিবি

রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের ফলাফল কী হবে, তা নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক পক্ষের অবস্থান নেবে না। জনগণের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ওয়াশিংটন।

তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাদের অবহিত করেছেন এবং ভোটের ফলাফল নিয়ে তার আগ্রহ রয়েছে।

আরও পড়ুন: জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্ব নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা

এর আগে, বুধবার বেলা ১১টার পর সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।