জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্ব নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০১ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণরাই ভবিষ্যতে বিশ্ব নেতৃত্বের আসনে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত

ড. ইউনূস বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল, তেমনি এই ডিজিটাল এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার সূচনা করবে।

তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর যে বিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেটিই এক সময় শক্তিশালী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: ঢাকা ও তিন জেলায় মাঠে নামছে ৩৮ প্লাটুন বিজিবি

প্রধান উপদেষ্টা বলেন, “ডিজিটাল খাতই এখন মূল চালিকাশক্তি। এখান থেকেই পরিবর্তন আসবে এবং অন্যান্য সব খাতও প্রভাবিত হবে।”

নাগরিক সেবার ডিজিটাল রূপান্তর বাস্তবে কার্যকর হয়নি জানিয়ে তিনি বলেন, সরকার শুধু একটি প্রযুক্তি কাঠামো তৈরি করে দেবে, এরপর জনগণ নিজেদের মতো করে তা ব্যবহার করবে—এটাই প্রযুক্তির প্রকৃত শক্তি।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা পরিস্থিতির উদাহরণ দিয়ে তিনি বলেন, তিন পার্বত্য জেলায় থাকা আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছিল। যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই হতে পারে শিক্ষার বড় মাধ্যম।

চাকরির ধারণা নিয়ে সমালোচনা করে ড. ইউনূস বলেন, সবার জন্য সরকারি চাকরি নিশ্চিত করার মানসিকতা এক ধরনের দাসপ্রথার মতো। বরং উদ্যোক্তা তৈরিতে সরকারকে সহায়তা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই চাকরিতে থাকা উচিত নয়, কারণ এতে তাদের চিন্তাভাবনায় স্থবিরতা আসে এবং সৃজনশীলতা কমে যায়। প্রতিটি প্রতিষ্ঠানকে সময়ের সঙ্গে নতুনভাবে গড়ে তুলতে হবে।

জালিয়াতি বন্ধের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়ে উঠেছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে এই প্রবণতা বন্ধ করতে হবে।

তিনি বলেন, “আমরা বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে চলতে চাই, সেই সামর্থ্য আমাদের রয়েছে।