উস্কানিতে পা দেবেন না, বিজয় দ্বারপ্রান্তে: নেতাকর্মীদের সতর্ক করলেন মির্জা আব্বাস

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়াবে না। বরং আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সংযম ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক গণজমায়েতে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ক্ষমতায় গেলে শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা করা হবে

মির্জা আব্বাস বলেন, “বিজয় আমাদের দ্বারপ্রান্তে। এই বিজয় যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো উস্কানিমূলক কথা বা কর্মকাণ্ডে জড়িয়ে পড়বেন না।”

তিনি অভিযোগ করেন, একটি মহল বাংলাদেশকে পরাধীন করে রাখার অসৎ উদ্দেশ্যে কাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমেই জনগণ এর জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: উত্তরার জলাবদ্ধতা ও গ্যাস সমস্যার সমাধান করবেন ধানের শীষ বিজয়ী: তারেক রহমান

বিএনপিকে নিয়ে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র সক্রিয় রয়েছে। যাদের নির্বাচনী অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “প্রতিযোগিতা হবে, কিন্তু পরিবেশ উৎসবমুখর রাখতে হবে। বিএনপির কর্মীরা কখনোই অশৃঙ্খল নয়।”

বর্তমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কিছু তরুণ নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধাবোধ না রেখে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে—এসব থেকে সবাইকে দূরে থাকতে হবে।