সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ‘মঞ্চ ২৪’ এর ৫ দফা আল্টিমেটাম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ব্যর্থ হলে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে মঞ্চ-২৪। সংগঠনটির দাবি, বর্তমান প্রশাসন এখনো নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বলেন, “দীর্ঘ আওয়ামী শাসনের ভোটবিহীন ক্ষমতার রাজনীতির পরিবর্তনের লক্ষ্যে জুলাই পরবর্তী এই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিন দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।”
আরও পড়ুন: গণভোট ইস্যুতে বিএনপিকে ইঙ্গিত করে যা বললেন সাদিক কায়েম
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। জুলাই আন্দোলনের নেতাদের প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই বলে দাবি করেন ফাহিম ফারুকী। তিনি আরও বলেন, “এমনকি রাষ্ট্রের সামরিক বাহিনীও আজ নিরাপত্তাহীন। এই বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন অসম্ভব।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে জুলাই ঐক্যের ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ঋণখেলাপি, দ্বৈত নাগরিক ও বিতর্কিত রাজনৈতিক দলের প্রার্থিতার বৈধতা নিয়ে কমিশনের অবস্থান অস্পষ্ট। তার ভাষায়, “সংবিধান লঙ্ঘন করে ও দেশের টাকা লুট করে কেউ যদি সংসদে যায়, তবে তা রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।” মঞ্চ-২৪ দাবি করে, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থিতা বাতিল না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আরও পড়ুন: গবিতে প্রথমবার ধর্ম ও সংস্কৃতির সম্মিলিত আয়োজন
সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করা হয়। ফাহিম ফারুকী বলেন, “দীর্ঘদিন একটি নির্দিষ্ট গোষ্ঠীর মিডিয়া ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে একপাক্ষিক সংবাদ প্রচার করেছে। এই তথ্য সন্ত্রাস বন্ধ না হলে নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে।”
তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে অপতথ্য ও পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এসময় নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর সাম্প্রতিক হামলার ঘটনাও তুলে ধরেন তিনি। অভিযোগ করে বলেন, “যারা এই হামলা চালিয়েছে তারা কি বিচারের ঊর্ধ্বে? লীগ, বিএনপি বা জামায়াত—বিচারের ক্ষেত্রে সবাই সমান। কিন্তু এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি।”
সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি পাঁচ দফা আল্টিমেটাম ঘোষণা করে মঞ্চ-২৪। দাবিগুলো হলো— ১. দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
২. ২ ফেব্রুয়ারির মধ্যে শতভাগ অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
৩. সেনাবাহিনীর মাধ্যমে এলাকা ভিত্তিক অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।
৪. জুলাই আন্দোলনের সকল নেতৃবৃন্দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. একপাক্ষিক ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
দাবিগুলো মানা না হলে একপাক্ষিক নির্বাচন রুখতে জুলাই আন্দোলনের সব সামাজিক সংগঠন মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী।





