ঢাবি প্রশাসনকে পাল্টা শোকজের ঘোষণা দিলেন সর্ব মিত্র চাকমা

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক শোকজ নোটিশকে কেন্দ্র করে প্রশাসনের দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা। গতকাল (২৬ জানুয়ারি) নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ঘটে চলা চুরি, নিরাপত্তাহীনতা ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এবং কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাইকেল, মানিব্যাগ ও মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দেয়াল সংস্কার না করায় এসব অপরাধ আরও সহজ হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা মাউশির

এছাড়া শারীরিক শিক্ষা ভবনে মদ্যপানরত অবস্থায় কর্মচারীদের হাতেনাতে ধরার পরও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বহাল তবিয়তে রাখার অভিযোগও তোলেন তিনি। এসব ঘটনায় প্রশাসনের নীরবতাকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে শিক্ষার্থী নেতা বলেন, “যেখানে নিয়মিত নিরাপত্তাহীনতা ও শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটছে, সেখানে প্রশাসনের ভূমিকা কেন এতদিন প্রশ্নাতীত থাকলো?”

পোস্টে তিনি আরও জানান, এসব বিষয়ে তিনি লিখিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাব চাইবেন। শোকজ নোটিশ দেওয়ার আগে প্রশাসনের উচিত ছিল নিজেদের দায়িত্ব পালনের ব্যর্থতার ব্যাখ্যা দেওয়া—এমন মন্তব্যও করেন তিনি।

আরও পড়ুন: জবিতে সরস্বতী পূজায় এবারও নারী পুরোহিত

সর্ব মিত্র চাকমার এই পোস্টকে ঘিরে নতুন করে সংশ্লিষ্ট মহলে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন করে সামনে এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, ডাকসু সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন সর্ব মিত্র চাকমা।