কিউবা খুব শিগগিরই ভেঙে পড়বে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবা শিগগিরই অর্থনৈতিক সংকটে ভুগতে শুরু করবে। তাঁর মতে, দীর্ঘদিন ধরে কিউবার জন্য ভেনেজুয়েলা যে তেল সরবরাহ করত, তা এখন আর নেই, যার ফলে দেশটির অর্থনীতি ও জ্বালানি খাত বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাংবাদিকদের জানান, “কিউবা এমন একটি জাতি, যা দীর্ঘদিন ধরে ব্যর্থতার প্রান্তে রয়েছে। তারা ভেনেজুয়েলা থেকে তেল পেত, কিন্তু এখন তা পাচ্ছে না।”
আরও পড়ুন: ইরানে হামলায় কাউকে আকাশসীমা-ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার প্রভাব কিউবার ওপর পড়ছে। হাওয়ানা আর কারাকাস থেকে তেলের সরবরাহ না পাওয়ায় কিউবার অর্থনীতি চরম অনিশ্চয়তার মধ্যে ঢুকেছে।
বিশ্লেষকরা মনে করছেন, কিউবার দীর্ঘদিনের নির্ভরশীল সমর্থক দেশ ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তন ও আন্তর্জাতিক চাপের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর চাপ বাড়ানোর মাধ্যমে কিউবার ওপর প্রভাব বিস্তার করতে চাচ্ছে, যার ফলে দেশটির অর্থনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হুমকি মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে: সৌদি যুবরাজকে ইরানের প্রেসিডেন্ট





