নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও টাকাসহ নারী আটক

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা সহ এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছেন যৌথবাহিনী।

বুধবার (২৮ জানুয়ারী) সকালে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: বৈশ্বিক মানবিক কূটনীতি ও পানি-নিরাপত্তায় কবীর আহমেদ ভূঁইয়ার উজ্জ্বল ভূমিকা

আটককৃত নারী চম্পা বেগম (৪২)। সে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের মধ্য শীলমান্দি গ্রামের বাদল মিয়ার মেয়ে। এসময় তার কাছ থেকে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৯ লাখ ৯৬ হাজার ২২০ টাকা এবং বেশকিছু ধারালো দেশীয় অস্ত্র ও ৬টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মঙ্গলবার ২৭ জানুয়ারী রাত পৌঁনে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল শীলমান্দি ইউনিয়নের মধ্য শীলমান্দি গ্রামে অভিযান পরিচালনাকালে ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত মাদক কারবারি চম্পা বেগমকে আটক করতে সক্ষম হন। তিনি আরও জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদক কারবারি চম্পা বেগমের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক আইনে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। 

আরও পড়ুন: নরসিংদীতে সাংবাদিকদের বহনকারী বাসে চাঁদা দাবিতে হামলা, ১১ সাংবাদিক আহত