লক্ষ্মীপুরে ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রীর পর অটোচালকের মৃত্যু
লক্ষ্মীপুরে ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রী উম্মে জাহান আরেফিন (১০) এবং আহত অটোরিকশা চালক আব্দুল জলিল রাজু (৩৮) মারা গেছেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত উম্মে জাহান লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আক্তার পাটোয়ারীর মেয়ে এবং কাকলী শিশু অঙ্গনের পঞ্চম শ্রেণির ছাত্রী। অপর নিহত রাজু নোয়াখালী সুধারাম থানাধীন নলপুর এলাকার শফিক উল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর পৌর শহরের আটিয়াতলি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
আরও পড়ুন: কাপাসিয়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানায়, উম্মে জাহান শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় কাকলী শিশু অঙ্গনের ছাত্রী। বান্ধবির জন্মদিনে যাওয়ার জন্য সকালে তার মা হালিমা আক্তার তাকে ব্যাটারি চালিত অটোরিকশায় তুলে দেন। এরপর জেলার জকসিন এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ডাম্পট্রাক সড়কের বিপরীত পাশে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। উম্মে জাহান ও অটোচালক রাজু গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে উম্মে জাহানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তিনি মারা যান।
উম্মে জাহান আরেফিনের মা হালিমা আক্তার বলেন, “স্কুল বন্ধ ছিল। উম্মে জাহান তার বান্ধবীর জন্মদিনে যাওয়ার কথা ছিল। বান্ধবীর জন্য সে উপহারও কিনেছে। ঘটনার সময় আমি নিজেই তাকে রিকশায় তুলে দিই। কয়েক সেকেন্ডের মধ্যে চোখের সামনে ডাম্পট্রাক চালক চাপা দিয়ে আমার মেয়েটিকে শেষ করে দিয়েছে।”
আরও পড়ুন: দীর্ঘ প্রবাস জীবনের সঞ্চয় দিয়ে কেনা বাড়িতে আতঙ্কিত জীবন কাটাচ্ছেন আবুল বিশ্বাস
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, “ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রী ও অটোচালক মারা গেছেন। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। ডাম্পট্রাক চালককে আটক করতে পুলিশ কাজ করছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





