ঢাকার বাড্ডায় বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের উঠান বৈঠক ও গণসংযোগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, "আমি এই এলাকারই সন্তান। এখানকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা আমি খুব কাছ থেকে জানি। তাই আমার দৃঢ় বিশ্বাস, জনগণের ভোট আমার বাক্সে এবং ধানের শীষের পক্ষেই যাবে, ইনশাআল্লাহ।"
আজ সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: জামায়াতের দুই মন্ত্রী তখন কেন পদত্যাগ করেননি: তারেক রহমান
ড. এম এ কাইয়ুম বলেন, "দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছি। ১৯৯১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাড্ডা এলাকায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এলাকার মানুষ আমার কাজের সাক্ষী। বর্তমান নির্বাচনি প্রচারণায় ভোটারদের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি।"
বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেন, "অপরাধ দমনে আমি সোসাইটি-ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলবো। প্রতিটি এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, নাইটগার্ডের ব্যবস্থা এবং কমিউনিটি পর্যায়ে নজরদারি জোরদার করা হবে, যাতে অপরাধীরা মাথাচাড়া দিতে না পারে।"
আরও পড়ুন: নির্বাচনী গান মানুষের হৃদয়ে পৌঁছাবে, গণআন্দোলনের শক্তি হবে সাংস্কৃতিক কর্মীরাই: রিজভী
তিনি আরও বলেন, "যানজট ও হকার সমস্যাও দীর্ঘদিনের। নির্বাচিত হলে যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে এবং হকারদের উচ্ছেদ নয়, বরং সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা হবে, যাতে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকে এবং হকাররাও জীবিকার সুযোগ পায়।"
ড. এম এ কাইয়ুম বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন, উন্নত ও কল্যাণরাষ্ট্র। বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নে অসংখ্য কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে।"





