জামায়াতের দুই মন্ত্রী তখন কেন পদত্যাগ করেননি: তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:১০ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, চারদলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে জামায়াতের দুই শীর্ষ নেতা তখন কেন পদত্যাগ করেননি। তিনি বলেন, "আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা বিএনপিরই বিরুদ্ধে ব্যবহার করছে। ঠিক স্বৈরাচার যেভাবে বলত, তাদের ভাষাই ব্যবহার করছে।"

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নির্বাচনী গান মানুষের হৃদয়ে পৌঁছাবে, গণআন্দোলনের শক্তি হবে সাংস্কৃতিক কর্মীরাই: রিজভী

তারেক রহমান বলেন, "আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও দুইজন সদস্য বিএনপির সরকারে ছিলেন। বিএনপি যদি এতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেননি?"

তিনি আরও বলেন, "কেন পদত্যাগ করে চলে আসেননি? এজন্য পদত্যাগ করে তারা আসেননি। তারা সরকারে ছিল এবং ভালো করেই জানত যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছেন। যেই দলটি এখন বিএনপিকে এভাবে দোষারোপ করছে, তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকা প্রমাণ করে, নিজেদের মানুষ সম্পর্কে তারা কত বড় মিথ্যা কথা বলছে।"

আরও পড়ুন: ঢাকার বাড্ডায় বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের উঠান বৈঠক ও গণসংযোগ

বিএনপি চেয়ারম্যান বলেন, "সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যানই বলে যে খালেদা জিয়ার সময় দেশ দুর্নীতিতে নিম্নগতিতে ছিল। ২০০১ সালে যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন, ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গ্রাস থেকে বের হতে শুরু করে।"

সারা দেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দুপুরে সড়ক পথে ময়মনসিংহ পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। এর মাধ্যমে ২০০৩ সালের পর দীর্ঘ ২২ বছর বাদে ময়মনসিংহ সফর করছেন তিনি।

উল্লেখ্য, ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জামায়াতে ইসলামের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের।