চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, ১২ ফেব্রুয়ারি বিপ্লব হবে ব্যালটের

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৭ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, আসছে ১২ ফেব্রুয়ারি বিপ্লব হবে ব্যালটের। চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এ কথা বলেন।

সোমবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

আরও পড়ুন: নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা, পরিবারের অভিযোগ নিযাতনের

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ১১ দলের ২২টি হাত একত্রিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। তাঁরা এই বাংলাদেশে দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ফ্যাসিজমের বিরুদ্ধে চিরতরে লাল কার্ড দেখাবে। গণভোটে হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশ জিতে যাবে, না ভোট জিতলে বাংলাদেশ হেরে যাবে।

জামায়াতের আমীর বলেন, দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে পরাজিত হওয়ার ভয়ে ১১ দলের পক্ষে যেসব মা-বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সঙ্গে অমানবিক আচরণ করছেন, অভদ্র আচরণ করছেন। আমাদেরকে নতুন করে সুরসুরি দেবেন না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। জামায়াতের কর্মীরা এক আল্লাহ ছাড়া, হিমালয়ের সামনেও মাথানত করে না। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে।

আরও পড়ুন: নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে বন্দুক ও গুলি উদ্ধার

যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের যুবসমাজ সেই বস্তাপচা রাজনীতি দেখতে চায় না। ৫৪ বছরে যে রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, অন্য রাষ্ট্রকে তাঁবেদারি করেছে সেই রাজনীতি আমরাও চাই না।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের যেসব জনপ্রতিনিধি জয়ী হবেন, তারা কখনো সম্পদের পাহাড় বানাবে না। তাদের সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না। প্রতিবছরে তাদের এবং স্বজনদের সম্পদের হিসাব প্রকাশ করতে বাধ্য থাকবে।

তিনি আরও বলেন, আমরা যুব সমাজের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, সম্মানের কাজ তুলে দিতে চাই। বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যুব সমাজের হাতকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়তে চাই।

জেলা জামায়াতের আমীর রুহুল আমীনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ, জাগপা’র মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোল্লা ফারুক এহসান, এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।