বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৫৯ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় বাংলাদেশকে ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।

এবার নতুন তথ্য অনুযায়ী, আইসিসি টি-২০ বিশ্বকাপ কাভার করার জন্য বাংলাদেশ থেকে যে সব সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন করেছিলেন, সেসব আবেদন সর্বশেষ বাতিল করা হয়েছে। অর্থাৎ এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই বিশ্বকাপ কাভার করতে পারবেন না।

আরও পড়ুন: পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণের সিদ্ধান্ত আসছে শুক্র বা সোমবার

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। বাংলাদেশের ম্যাচসহ পুরো বিশ্বকাপ কাভার করার জন্য আইসিসি নির্ধারিত ফর্ম ও নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা আবেদন করেছিলেন। বাংলাদেশ খেলুক বা না খেলুক, বিশ্বকাপ কাভার করার জন্য উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।

১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ থেকে শুরু করে প্রতিটি আসরে (ওয়ানডে বা টি-টোয়েন্টি) উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাংবাদিক উপস্থিত থাকতেন। এছাড়া ১৯৯৯ সালের আগেও, যখন বাংলাদেশ ক্রিকেট দলের উপস্থিতি ছিল না, তখনও দেশের সাংবাদিকরা বিভিন্ন বিশ্বকাপ আসর কাভার করার অভিজ্ঞতা অর্জন করেছেন। ক্রিকেটপ্রেমী হিসেবে বাংলাদেশের মানুষের আগ্রহের কারণে প্রায় সব মিডিয়া হাউসই বিশ্বকাপ কভার করার জন্য সাংবাদিক প্রেরণ করে।

আরও পড়ুন: রিটার্ন টিকিট ছাড়াই অস্ট্রেলিয়া যাওয়ার গুঞ্জন, ক্ষুব্ধ বিসিবি সভাপতি