গাজীপুরে নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান
গাজীপুরের স্বনামধন্য সামাজিক সংগঠন ‘নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গাজীপুর মহানগরীর গাছা থানার আওতাধীন ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে মৎস্য খামার সংলগ্ন নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার কার্যালয়ের পাশে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থা যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসার দাবিদার। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে এই সংস্থা। এমন একটি সংস্থায় আমাকে প্রধান উপদেষ্টা করায় আমি সন্তুষ্ট, এবং আগামী দিনেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে।"
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা এবং ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, "মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে একটু উষ্ণতা ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই সংস্থার মাধ্যমে আমরা চেষ্টা করছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে। দিনের আলোর নিভে গেলে অন্ধকারে ঢেকে যায় সারাদেশ, আর অন্ধকারে বিভিন্ন রাস্তায় ফুটপাতে শুয়ে থাকে সুবিধাবঞ্চিত মানুষ। আমরা তাদের খুঁজে বের করে সহায়তা পৌঁছে দিচ্ছি।"
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, গাজীপুরের শহর সমাজসেবা অফিসার জনাব যোবায়ের আলম। তিনি বলেন, "সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে দারিদ্র্য বিমোচন ও সমাজসেবা আরও ত্বরান্বিত হয়। আমি এই সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এর কার্যক্রম সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের উপকারে আসবে।"
আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার
সভাপতির বক্তব্যে অত্র সংস্থার সভাপতি জনাব প্রদীপ দেবনাথ বলেন, "আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে মানুষের সেবা করতে পারব। আমাদের সাথে মিলে কাজ করলে কাজের গতি আরও বেড়ে যাবে। সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করতে চাইলে আপনারাও এই সংস্থার সদস্য হতে পারেন।"
নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক গাজী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি আনিসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধক্ষ্য শওকত আলী ফকির, মোঃ শাহীন শিকদার, সোহরাব হোসেন, সোলাইমান বেপারী, রফিকুল ইসলাম, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল রনি, মোঃ সাদিকুর রহমান, আফসার উদ্দিন, রেজাউল কবির রাজীব, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।





