১১৮ যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি
অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে ১১৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ থানার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের। তবে পদোন্নতি ঘিরে প্রশাসনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত এবং দক্ষ অনেক কর্মকর্তা এবারও তালিকায় স্থান পাননি।
আরও পড়ুন: পাঁচ কার্গো এলএনজি ও ৭৫ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০তম ব্যাচের পদোন্নতির ক্ষেত্রে অনেক যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তা বাদ পড়েছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের বড় অংশ এই তালিকায় জায়গা পাননি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে, তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। এছাড়া, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করছে।
আরও পড়ুন: রেলওয়ের চীফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামের বদলী বানিজ্য
পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন





