মেহেরপুর জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ আটক ৩ কর্মী
মেহেরপুরে জামায়াতে ইসলামীর সমাবেশে যাওয়ার সময় মাইক্রোবাস থেকে একটি কুড়াল, কয়েকটি ওয়াকিটকি ও তিনটি সেল্ফস্টিকসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। তবে বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে যানবাহনে তল্লাশি করার সময় ওই মালামাল উদ্ধার হয়। আটকরা হলেন সেলিম রেজা, শাহারুল ইসলাম ও মাইক্রোবাসের চালক ইজারুল হক।
আরও পড়ুন: টাঙ্গাইল মেডিকেল কলেজে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসক আটক
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রানা জানিয়েছেন, চেকপোস্টে গাড়ি তল্লাশি করার সময় সাদা রঙের নোয়া মাইক্রোবাস থেকে ৩টি ফোল্ডেবল স্টিক, ১টি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার এবং ১টি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। মাইক্রোবাসটি জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত বলে জানা গেছে।
তবে পরে যাচাই-বাছাই শেষে এগুলো প্রাণঘাতি না হওয়ায় বিকেলের দিকে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: সাভার ও ধামরাই এলাকায় অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার





