নির্বাচনী প্রচারণায় ময়মনসিংহের পথে তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৪ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার পর রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে।

আরও পড়ুন: ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য টার্নিং পয়েন্ট: ডা. শফিকুর রহমান

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।

তিনি আরও জানান, ময়মনসিংহের সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে আরও দুটি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এর মধ্যে সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

আরও পড়ুন: ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান