পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হলেও তা বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার—এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: ‘কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে’

উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে পে-কমিশন যে প্রতিবেদন তৈরি করেছে, সেটি কেবল জমা দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এই পে-স্কেল কার্যকর করবে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন করতে পারে অথবা বাতিল করতেও পারবে। প্রস্তাবিত পে-স্কেল কোনোভাবেই নির্বাচিত সরকারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা