ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার পর প্রায় ১৫০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।
আরও পড়ুন: সাভার ও ধামরাই এলাকায় অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার
দায়িত্বশীল সূত্র জানায়, রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার ঢাকা মেইল-২ ট্রেনটিকে সামনে যাওয়ার অনুমতি দেন। ট্রেনটি কিছু দূর অগ্রসর হলে ইঞ্জিনের পর চতুর্থ বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী একাধিক ট্রেন আটকে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, ১২ ফেব্রুয়ারি বিপ্লব হবে ব্যালটের
রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগি সরানোর কাজ এখনো শুরু হয়নি। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগতে পারে।





