উয়েফা চ্যাম্পিয়নস লিগ

লিসবনে শেষ মুহূর্তের ধাক্কায় পিএসজির হার

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইতিহাস গড়ার মঞ্চ প্রস্তুত ছিল লিসবনে। কিন্তু আলো ঝলমলে সেই রাতে আরেকবার ইউরোপীয় হতাশার গল্পই লিখতে হলো প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি)। বল দখল, আক্রমণ আর সুযোগ তৈরিতে স্পষ্ট আধিপত্য থাকলেও শেষ মুহূর্তের ভুলে উয়েফা চ্যাম্পিয়নস লিগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে ফরাসি জায়ান্টরা।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম ফরাসি ক্লাব হিসেবে ৩০০তম ম্যাচ খেলতে নামে পিএসজি। রেকর্ডের রাতে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়ে এস্তাদিও হোসে আলভালাদিওতে জয় নিয়েই মাঠে নামে লুইস এনরিখের দল। তবে ম্যাচের চিত্র অনুযায়ী ফলাফল শেষ পর্যন্ত তাদের পক্ষে যায়নি।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান

ম্যাচের প্রথমার্ধ জুড়েই একচেটিয়া আধিপত্য ছিল পিএসজির। ৭৮ শতাংশ বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের গোলবারে নেয় ১৫টি শট, যার চারটি ছিল অন টার্গেটে। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করায় গোলের দেখা পায়নি তারা। গোল করতে না পারার খেসারত দিতে হয় দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে নাটকীয়তা বাড়তে থাকে। ৭৪তম মিনিটে স্বাগতিক স্পোর্টিং সিপিকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। গোল হজমের পর আক্রমণের গতি আরও বাড়ায় পিএসজি। এরই ফল হিসেবে ৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা খভিচা কভারাতস্কেলিয়া দুর্দান্ত এক শটে গোল করে ম্যাচে সমতা ফেরান।

আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

সমতায় ফেরার পর মনে হচ্ছিল ড্র নিয়েই হয়তো মাঠ ছাড়বে দুই দল। কিন্তু ম্যাচের একদম অন্তিম মুহূর্তে পিএসজির রক্ষণভাগের ঢিলেমি ও গোলরক্ষক লুকাস শেভালিয়েরের ভুল সিদ্ধান্ত কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ। শেষ বাঁশির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফরাসি ক্লাবটি।

ফলে ইতিহাস গড়ার ম্যাচটি শেষ পর্যন্ত পরিণত হয় আরেকটি ইউরোপীয় হতাশায়। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পোর্টিং সিপি।

এই হারের পরও পয়েন্ট টেবিলে পিএসজির অবস্থানের পরিবর্তন হয়নি। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা পাঁচ নম্বরেই রয়েছে। অন্যদিকে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়ে ছয় ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে স্পোর্টিং সিপি। তাদের সংগ্রহেও ৭ ম্যাচে ১৩ পয়েন্ট।