সংবাদ প্রকাশের জেরে করা মিথ্যা মামলায় সাংবাদিক গাজী হানিফ মুক্ত

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি ভূমি দখল এবং রাস্তা দখল করে তারকাঁটা লাগিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর বিষয়ে মেজর (অবঃ) সোলায়মানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক স্বদেশ প্রতিদিনের সোনাগাজী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর ডাক-এর বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক সাংবাদিক গাজী হানিফের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা ও হয়রানির উদ্দেশ্যে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন মেজর (অবঃ) সোলায়মানের পুত্র ওমর বিন সোলায়মান।

২০২১ সালে দায়েরকৃত মামলাটি দীর্ঘ আইনি লড়াই, সাক্ষ্য-প্রমাণ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও যুক্তিতর্ক শেষে আদালত ২৬ জানুয়ারি (সোমবার) উক্ত মামলাটি নিষ্পত্তি করে দেন। এতে করে সাংবাদিক গাজী হানিফ মামলার দায় ও হয়রানি থেকে অব্যাহতি পান।

আরও পড়ুন: মঙ্গলবার গাজীপুরে আসছেন তারেক রহমান

মামলা থেকে অব্যাহতির পর গাজী হানিফ তার প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। ফেনী, সোনাগাজী ও চট্টগ্রামসহ সারা দেশে কর্মরত গণমাধ্যমকর্মীরা যারা পাশে ছিলেন, সংবাদ প্রচার, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থেকে সহায়তা করেছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি আইনজীবী জুবায়ের আলম মিরাজ, গোলাম মাওলা মুরাদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এই মামলা থেকে তার খালাস পাওয়াকে সাংবাদিকদের ঐক্যবদ্ধতার সুফল বলে উল্লেখ করেন গাজী হানিফ।