দীর্ঘ প্রবাস জীবনের সঞ্চয় দিয়ে কেনা বাড়িতে আতঙ্কিত জীবন কাটাচ্ছেন আবুল বিশ্বাস

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০০ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৭ বছরের প্রবাস জীবনের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে আশুলিয়ার ভাদাইল এলাকায় ছয় শতাংশ জমিসহ একটি একতলা বাড়ি কিনেছিলেন আবুল বিশ্বাস। স্বপ্ন ছিল দেশে ফিরে পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকার। কিন্তু সেই স্বপ্ন আজ আতঙ্ক আর অনিশ্চয়তায় ঢাকা পড়েছে। জমি বিক্রেতা আয়নালের লাগাতার হুমকি, মারধর ও চাঁদা দাবিতে এখন অসহায় জীবন কাটাচ্ছেন এই প্রবাসী ও তার পরিবার।

ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা খাতুন জানান, ২০২৩ সালে দুবাই থেকে দেশে ফিরে ৪৩ লাখ টাকায় আয়নালের কাছ থেকে ছয় শতাংশ জমিসহ একতলা বাড়িটি কেনেন তার স্বামী। কেনার কিছুদিন পর থেকেই শুরু হয় হয়রানি। গত তিন মাস ধরে আয়নাল প্রায় প্রতিদিনই বাড়িতে এসে হুমকি দিচ্ছে, মারধর করছে। একাধিকবার জানালা দিয়ে ঘরের ভেতরে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ডাম্পট্রাক চাপায় স্কুলছাত্রীর পর অটোচালকের মৃত্যু

পাশাপাশি কেটে দেওয়া হয়েছে বাড়ির বিদ্যুৎ সংযোগ।

ঝর্ণা খাতুন বলেন, “আমাদের প্রতিদিন বলা হয় বাড়ি ছেড়ে চলে যেতে। আমরা যাব কোথায়? থানায় মামলা করেছি, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। পুলিশও কার্যত কিছু করছে না।”

আরও পড়ুন: কাপাসিয়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার

আবুল বিশ্বাস বলেন, “১৭ বছর দুবাইয়ে কঠোর পরিশ্রম করে যে টাকা আয় করেছি, সব দিয়ে এই বাড়িটা কিনেছি। এখন আয়নাল ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। না দিলে এখানে থাকতে দেবে না। বাড়িতে এসে মারধর করে। আয়নালেরা ছয় ভাই, আশপাশের সব লোক ওদেরই। আমার পক্ষে কেউ সাক্ষী দিতে সাহস পায় না। কারো কাছেই বিচার পাচ্ছি না। সবাই বলে আয়নাল খারাপ লোক, তার বিরুদ্ধে কিছু করা যাবে না। থানা-পুলিশও তার কথাই শোনে।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়নাল এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। থানায় দুটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন আবুল বিশ্বাস ও তার পরিবার।

বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেও যখন কোথাও সহায়তা মিলছে না, তখন নিঃস্ব এই প্রবাসীর প্রশ্ন একটাই—দেশে ফিরে কি নিজের ঘরেও একজন প্রবাসী নিরাপদ থাকতে পারেন না?

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আহসানূর রহমান প্রধান বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। আপাতত আয়নালের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।”