শুধু মেধাবী হলে হবে না, একজন মানবিক মানুষ হতে হবে: ড.এম এ কাইয়ুম
দেশের শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা ড. এম এ কাইয়ুম। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করেছে, মেধাকে যথাযথ গুরুত্ব দেয়নি। এর ফলে আজ দেশের শিক্ষা ব্যবস্থা মারাত্মক সংকটে পড়েছে।
এ কে এম রহমতুল্লাহ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. এম এ কাইয়ুম।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত খেলার মাঠ, ক্রীড়া সামগ্রী এবং মনোরম পরিবেশ গড়ে তুলতে হবে।খেলাধুলার মধ্য দিয়েই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সম্ভব। সুস্থ প্রজন্ম গড়তে হলে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে বাধ্যতামূলক করতে হবে।
তিনি আরও বলেন,শিক্ষার মান উন্নয়নে গবেষণা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। আগামীর শিক্ষাঙ্গন হবে রাজনীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত।
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস
বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষাঙ্গন সংস্কারের মাধ্যমে একটি মেধাভিত্তিক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ড. এম এ কাইয়ুম।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।





