উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত, ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির আভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৪৪ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলের উঁচু এলাকাগুলোতে এখনও শীতের প্রভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বুধবারও (২৮ জানুয়ারি) তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের আটটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

বুধবার সকাল ৭টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সাময়িকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শীতের মধ্যে কিছুটা অপ্রত্যাশিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদরা বলছেন, শীতের তীব্রতা ধীরে ধীরে কিছুটা কমলেও উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা একটি ব্যতিক্রমী পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগের জেলাগুলোতে আগামী একদিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে

আরও পড়ুন: আগামী পাঁচ দিনের পূর্বাভাসে শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর