ভোটের সঙ্গে ঈমান ও জীবন জড়িত: হাসান আহমেদ
ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) সংসদীয় আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর প্রার্থী হাসান আহমেদ সোনাগাজী উপজেলার কুঠির হাট, তাকিয়া বাজার ও চরমজিলিশপুর এলাকায় গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইনসানিয়াত বিপ্লবের রাজনৈতিক দর্শন ও লক্ষ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা ইনসানিয়াত বিপ্লবের সাধারণ সম্পাদক ওসমান গনি, দাগনভুঞা উপজেলা সভাপতি মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
গণসংযোগকালে প্রার্থী হাসান আহমেদ দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত-এর দিকনির্দেশনার কথা উল্লেখ করে বলেন, “ভোটের সঙ্গে ঈমান ও জীবন জড়িত। মানবতার রাষ্ট্রের পক্ষে ভোট দেওয়া ঈমানি ও মানবিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, একক ধর্মের নামে পরিচালিত অধর্মীয় স্বৈররাজনীতি এবং একক বস্তুবাদী জাতিবাদী স্বৈরশাসনের ফলে খুন, জুলুম ও নিপীড়নের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এসব স্বৈরদস্যুতা থেকে সবার জীবন, ধর্ম ও রাষ্ট্র রক্ষা করতে হলে সকল ধর্ম, মত ও পথের মানুষের জন্য সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মর্যাদা ও জীবিকার নিশ্চয়তা দিতে হবে।
আরও পড়ুন: যশোর কারাগার থেকে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
হাসান আহমেদ বলেন, মানবতার মুক্তির জন্য মহানবী (সা.) প্রদত্ত সমান অধিকার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে গঠিত বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সর্বজনীন মানবতার রাষ্ট্র—খেলাফতে ইনসানিয়াত (State & World of Universal Humanity) প্রতিষ্ঠার একমাত্র প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব।
তিনি সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দয়াময় স্রষ্টার ভালোবাসায় সব মানুষের ভালোবাসা ও কল্যাণভিত্তিক মানবতার রাজনীতিকে শক্তিশালী করতে ইনসানিয়াত বিপ্লবে ভোট দিয়ে নিজের অস্তিত্ব ও মানবতার ভবিষ্যৎ রক্ষা করুন।”





