ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে: মুফতি ফয়জুল করীম

Sanchoy Biswas
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:১৬ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, “অনেকে আমাকে জিজ্ঞেস করে, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, কিন্তু তাদের ভোটাররা পালায়নি— তারা ভোট দেবে কাদের? আমি স্পষ্ট বলছি, যাদের মাধ্যমে তারা জানমালের নিরাপত্তা পাবে, তাদেরকেই ভোট দেবে। হিন্দুরাও তাদের জানমালের নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে।”

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, “৫৪ বছরে যে উন্নয়ন হয়েছে, ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ ক্ষমতায় এলে তার চেয়ে বেশি উন্নয়ন ৫ বছরেই সম্ভব। আমাদের লক্ষ্য কেবল রাস্তা-ঘাট নির্মাণ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।”

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

তিনি বলেন, “শুধু রাস্তাঘাট উন্নয়নই একজন এমপির দায়িত্ব নয়। এসব হলো শুভঙ্করের ফাঁকি। তারা উন্নয়নের কথা বলে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে। অথচ একজন এমপির মূল কাজ হলো আইন প্রণয়ন করা। ইসলামের পক্ষে বা বিপক্ষে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে। ইসলামের পক্ষে ভোট দিলে তার বরকতও ভোটাররাই পাবেন।”

অনুষ্ঠানে উপজেলা সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন এবং মাহমুদুল হাসান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা সহসভাপতি মাওলানা মহিউদ্দিন, রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী জাকির হোসাইন পাটোয়ারী ও রামগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ সাইফুল ইসলাম প্রমুখ।