গুমের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:২৬ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলায় সাবেক ও বর্তমান ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২২ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

আরও পড়ুন: ১৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে সাবজেলে রাখা হবে: আসামিদের আইনজীবী

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতের আদেশে জানানো হয়, যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত এবং ১ জন অবসরকালীন ছুটিতে রয়েছেন।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

তারা হলেন—

১. ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম (সাবেক অতিরিক্ত মহাপরিচালক, র‍্যাব)

২. ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার

৩. ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান

৪. ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম

৫. ব্রিগেডিয়ার কে. এম. আজাদ

৬. কর্নেল আবদুল্লাহ আল মোমেন

৭. কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে)

৮. লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান (সাবেক পরিচালক, র‍্যাব গোয়েন্দা শাখা)

৯. লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন

১০. লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম

১১. লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম

১২. মেজর মো. রাফাত-বিন-আলম (বিজিবির সাবেক কর্মকর্তা)

১৩. মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন (সাবেক পরিচালক, ডিজিএফআই)

১৪. ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী (সাবেক পরিচালক, ডিজিএফআই)

১৫. ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী (সাবেক পরিচালক, ডিজিএফআই)

সকাল থেকেই রাজধানীর ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা দেখা যায়।

কারওয়ান বাজার, বাংলামোটর, কাকরাইল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব, বিজিবি, এপিবিএন, সেনা ও আনসার সদস্যরা টহল ও চেকপোস্ট পরিচালনা করেন।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সকাল ৬টা থেকেই ছিল উচ্চমাত্রার নিরাপত্তা বলয়, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়।

এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনাল তিনটি পৃথক মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় এবং ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আজ সকালে হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে আদালতে হাজির করে শুনানির পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।