বার্ষিক পরীক্ষা পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখার ঘোষণা আজিজীর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত ৮ দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। এই সময়ে যে পাঠদান ব্যাহত হয়েছে, তা পুষিয়ে দিতে আমরা বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখবো।”

আরও পড়ুন: রাবিতে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

আজিজী বলেন, “আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে আমরা প্রজ্ঞাপন হাতে পেয়েছি। তাই এখন আন্দোলন প্রত্যাহার করছি এবং আগামীকাল থেকেই শ্রেণিকক্ষে ফিরছি।”

তিনি আরও বলেন, “সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসে সমাধানে পৌঁছেছে। আমরা কিছু ছাড় দিয়েছি, তারাও কিছু ছাড় দিয়েছেন। আমাদের অন্যতম বড় দাবি—বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীতকরণ—আলহামদুলিল্লাহ, তা প্রায় পূরণ হয়েছে।”

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি আবেদন শুরুর তারিখ ঘোষণা

সরকারি প্রজ্ঞাপনের বরাত দিয়ে তিনি জানান, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হবে, যা দুই ধাপে কার্যকর হবে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে প্রথম ধাপে ৭.৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) এবং দ্বিতীয় ধাপে জুলাই ২০২৬ থেকে বাকি ৭.৫ শতাংশ দেওয়া হবে।

তবে মেডিকেল ভাতা বিষয়ে কিছু ছাড় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেলাওয়ার হোসাইন আজিজী এ সময় বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “আমরা আন্দোলন করে সফল হয়েছি। এখন ঘরে ফিরছি। আমাদের সব আন্দোলন কর্মসূচি আজ থেকে প্রত্যাহার করা হলো।”