ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও পুরান ঢাকায় শরৎ উৎসবে বাধা নিয়ে নানা প্রশ্ন উঠেছে

প্রায় দুই দশক ধরে শরৎ উৎসব আয়োজন করে আসছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠানটির আয়োজন করা হলেও শেষ মুহূর্তে অনুমতি বাতিল করে দেয় অনুষদ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় অনুমতি বাতিলের পর সংগঠনটি পুরান ঢাকার গেন্ডারিয়ার কচিকাঁচার মেলা স্কুল মাঠে শরৎ উৎসব আয়োজনের ঘোষণা দেয়। তবে সেখানে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে আয়োজকরা।
আরও পড়ুন: চবিতে CUSS YouthMappers-এর ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা!
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি না থাকায় তা বন্ধ রাখতে বলা হয়েছে।
তবে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত পরিসরে জাতীয় সংগীত পরিবেশন, শিশুদের চিত্রাঙ্কন এবং প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠানটি সম্পন্ন করেন আয়োজকরা।
আরও পড়ুন: ঢাবিতে সন্দেহজনক যুবক আটক, পুরনো চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, আমরা ১৯ বছর ধরে এই উৎসব পালন করে আসছি। কিন্তু এবার দুটি জায়গা থেকেই আমাদের ওপর বাধা এসেছে, যা অত্যন্ত দুঃখজনক।”
ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশীদ বলেন, অনুষ্ঠানের জন্য আগে থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। সেই কারণেই সেখানে আয়োজনে বাধা দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব প্রতি বছর গান, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মধ্য দিয়ে শরতের সৌন্দর্য ও সংস্কৃতি উদযাপন করে থাকে।