চাকসু নির্বাচনে তৌফিকের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রার্থিতা ছাড়লেন আনোয়ার হোসেন

Sanchoy Biswas
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:২২ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন।

দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও তীব্র আগ্রহ।

আরও পড়ুন: চাকসুর প্রতিনিধি আকাশ দাশের বুয়েট শিক্ষার্থীর ধর্ষণ কে সমর্থন করে পোস্ট: উত্তাল চবি

বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের প্যানেল ছাড়াও নির্বাচনে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও, যা নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও বইছে নির্বাচনী হাওয়া।

আরও পড়ুন: স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর

এর মধ্যে আজ ১৪ অক্টোবর বিকেল ৪টার সময় ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী তৌফিক (ব্যালট নম্বর ১)-কে পূর্ণ সমর্থন জানিয়ে প্রার্থিতা পরিহার করেছেন স্বতন্ত্র এজিএস প্রার্থী আনোয়ার হোসেন (ব্যালট নম্বর ২)।

প্রার্থিতা পরিহারের বিষয়ে আনোয়ার হোসেন বলেন, “দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে চাকসু নির্বাচন আগামী ১৫ অক্টোবর। এই নির্বাচনে আমি, আনোয়ার হোসেন, একজন স্বতন্ত্র থেকে এজিএস পদপ্রার্থী ছিলাম। ব্যালট নম্বর ২।

আমি মনে করি, সবাই যোগ্য এবং অধিকতর যোগ্য হচ্ছেন ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী তৌফিক। আমি বিশ্বাস করি, নির্বাচনে জয়ী হলে আমি যে কাজগুলো করতে পারতাম, সে কাজগুলো আইয়ুবুর রহমান তৌফিক আরও নিশ্চয়তার সঙ্গে করতে পারবে।

আমি ক্যাম্পাস থেকে খুব দ্রুত চলে যাচ্ছি; আমার ক্যাম্পাসে আর বেশিদিন নেই। আমি পড়াশোনা ও বিসিএস প্রস্তুতি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি।

আমি আমার ছোট ভাই আইয়ুবুর রহমান তৌফিকের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমার সমর্থকদের বলছি—তাকে সেইভাবে সমর্থন দিন, যেভাবে আমাকে দিতেন।

আইয়ুবুর রহমান তৌফিকের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমি আমার এজিএস প্রার্থিতা পরিহার করছি। নির্বাচনে জয়ী হওয়ার পর তৌফিকের শিক্ষার্থীবান্ধব কাজের গ্যারান্টি আমি নিজে থেকে দিচ্ছি।”