ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাঠে বিজিবি মোতায়েন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:১৪ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে বিজিবি ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)–এর আওতায় ঢাকা, সাভার, ধামরাই, ফরিদপুর ও মানিকগঞ্জে মোট ৩৮ প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষা ও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি নির্বাচনকালীন সময়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের লক্ষ্যে বিজিবি দেশব্যাপী দায়িত্ব পালন করছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর প্রধানের রাজশাহী ও রংপুর মত বিনিময় সভা

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের দিকনির্দেশনায় ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হচ্ছে—ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাই উপজেলার দুইটি আসনে ছয় প্লাটুন, ফরিদপুর জেলার চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জ জেলার তিনটি আসনে আট প্লাটুন বিজিবি। এসব প্লাটুন মোট ১২টি বেইজ ক্যাম্প থেকে দায়িত্ব পালন করবে।

নির্বাচনী নিরাপত্তা জোরদারে বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য বিজিবির বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে স্বতন্ত্রভাবে কিংবা যৌথভাবে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন: কক্সবাজারে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি মহাপরিচালক

বিজিবির মূল লক্ষ্য হিসেবে জানানো হয়েছে—ভোটদানে জনগণের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা, জালভোট ও নাশকতা প্রতিরোধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং ভোটগ্রহণ ও নির্বাচন-পরবর্তী কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্নে সহায়তা করা।

নির্বাচনকালীন দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে টহল কার্যক্রম চালাচ্ছে। নির্বাচন উপলক্ষে বিজিবি সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম, হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে। নির্বাচনে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসিসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ আশা প্রকাশ করেছে, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।