ঢাকার উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
রাজধানী ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হওয়ায় পরে আরও দুইটি ইউনিট যুক্ত করা হয়।
আরও পড়ুন: মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত একটি কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬, আহত আরও অনেকে





