ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত ১৫
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পিকআপে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাসি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পর পর দুইবার ভূমিকম্পের পর দেশে আফটারশকের আশঙ্কা
নিহতরা হলেন—বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মোছা মোল্লা (৩০)। এছাড়া এক নারী শ্রমিকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয়দের তথ্যে জানা যায়, ডোবরা জনতা জুট মিলের ১২ জন শ্রমিক কাজ শেষে পিকআপযোগে বাড়ি ফিরছিলেন। পিকআপটি সোতাসি রেলক্রসিংয়ে পৌঁছালে চলন্ত ট্রেনের ধাক্কায় দু'ভাই ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আহত নারী শ্রমিকের মৃত্যু হয়।
আরও পড়ুন: আবারও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ现场ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।





